ভোলার চরফ্যাশনে নদী থেকে উদ্ধার যুবতীর লাশের পরিচয় মিলেছে

ডেস্ক রিপোর্ট।।

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর তীর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া প্রশান্তি পার্ক ব্রিজের নিচ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলেন, বুধবার বেলা ১১টার দিকে মেঘনা নদী সংলগ্ন বেতুয়া প্রশান্তি পার্কের পাশে ব্রিজের নিচে একটি মরদেহ ভাসতে দেখে আমরা পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে আরো জানা গেছে, ওই কিশোরীর নাম জোছনা বেগম। তার বয়স আনুমানিক (১৭) বছর। সে এওয়াজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাহাঙ্গীর হোসেন এর মেয়ে বলে জানা গেছে। তার সাথে ওই এলাকার মানিক নামে এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরফ্যাশন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহটি উদ্ধার করে থানায় এনেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE