ভোলার দৌলতখানে বৃদ্ধের বসতি ও দোকানঘর গুড়িয়ে দিয়ে জমি দখলে নিলো দুর্বৃত্তরা.. !!

ষ্টাফ রিপোর্টার॥ ভোলার দৌলতখানের গ্রামে আজাদ হোসেন (৭০) নামের এক অসহায় বৃদ্ধের বসতবাড়ি ও দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে জমি দখলে নিয়েছে দুর্বত্তরা। শুক্রবার
(২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মিয়ারহাট নামক বাজারের পশ্চিম পার্শ্বে দখল সন্ত্রাসের এমন ঘটনা ঘটে। জমির মালিক আজাদ মিয়া ও তার ছেলে মো: হাসান গণমাধ্যমকে জানান, উত্তর জয়নগর মৌজার ৬৭৮/১ নং খতিয়ানের ২৯৪৮ নং দাগ ও ২৯৮ নং খতিয়ানের ২৯৪২ নং দাগে সর্বমোট ৬১ শতাংশ পৈতৃক ও ক্রয়কৃত জমিতে তারা পরিবার পরিজন নিয়ে দীর্ঘ ৩০ বছর যাবৎ বসবাস করে আসছিলেন। উক্ত ভূমি দখলের অশুভ পায়তারায় একই এলাকার বাসিন্দা নজির আহম্মেদ মিয়ার পুত্র জাফর পাটওয়ারীর ও তার মেয়ে শিল্পী বেগম ভিক্টিমের বিরুদ্ধে নানাসময় আদালতে মামলা ঠুকে দিয়েও হেরে গেছেন। জমির মালিক আজাদ মিয়া জানান, মিথ্যে মামলায় সুবিধা করতে না পেরে এবার তারা সন্ত্রাস ও পেশী শক্তির দাপট শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে প্রতিপক্ষ জাফরের নেতৃত্বে একদল স্বশস্ত্র দুর্বৃত্ত বৃদ্ধ আজাদ মিয়ার বসতবাড়ীতে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। তারা ওই জমিতে অবস্থিত ঘরবাড়ি ও দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দিয়ে সড়কের পার্শ্ববর্তী ড্রেনে ফেলে রাখে। সরেজমিন তথ্যানুসন্ধানে গেলে আজাদ মিয়ার দোকান ঘরের ভাড়াটিয়া এমরান জানান,দখলবাজরা তার দোকনের অধিকাংশ মালামাল লুটকরে তাকে দোকান থেকে তাড়িয়ে দিয়ে সেটিও ভেঙে দেয়। স্থানীয় শ্রেনীপেশার লোকজন জানান,বিবদমান এই জমি নিয়ে দীর্ঘদিন মামলা-মোকদ্দমা চলার পরও কোনোপ্রকার সুরাহা হচ্ছিলনা। অবশেষে মামলাকারী পক্ষটি শুক্রবার ব্যাপক তান্ডবলীলা চালিয়ে জমিটি নিজেদের কব্জায় নেয়ার প্রক্রিয়া সেরে ফেলেছেন। এব্যারে অভিযুক্ত জাফর পাটওয়ারীর সাথে কথা হলে তিনি গণমাধ্যমকে বলেন,যে জনমিটুকু দখল করেছি সেটি আমাদের বৈধ মালিকানাধীন জমি। প্রতিপক্ষ আজাদ হোসেন গংরা ওই জমির মুখ বরাবর উত্তরদিকের পেছনের অংশের মালিক হয়েছেন বলেও দাবী করেন তিনি। অভিযুক্ত শিল্পী বেগমও একই দাবী পেশ করেন। তবে আজাদ গংদের উপর হামলা ও বাড়ি ঘর ভাঙার কথা অস্বীকার করেন তিনি। বর্তমানে বিরোধপূর্ণ ওই জমি নিয়ে মিয়ারহাটে দু-গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE