মনপুরায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে ১জন নিখোঁজ।

 

শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি।

ভোলার মনপুরা উপজেলায় গতকাল রাত ৯টার সময় হটাৎ করে ৭০-৮০ কিলোমিটার বেগে ঝড় শুরু হয়। ঝড়ের কবলে পড়ে ১৫টি নৌকা ডুবে যায়।

খোঁজখবর নিয়ে জানা যায়, মনপুরা ইউনিয়নের আলাউদ্দিন মাঝি,বশার মাঝি,মাইনুদ্দিন মাঝি,মহিউদ্দিন মাঝি,কামাল মাঝি,নাজিম উদ্দিন মাঝি-হাজিরহাট ইউনিয়নের ইউনুস মাঝি,মনির মাঝি,রফিক মাঝি,কবির মাঝি,শাহিন মাঝি,মালেক মাঝি এবং সাকুচিয়া ইউনিয়নের সুজন মাঝি,গিয়াসউদ্দিন মাঝি ও শহিদ মাঝির নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

ডুবে যাওয়া নৌকার মাঝি মাল্লারা উদ্ধার হলেও, বশার মাঝির নৌকার মোঃ আলাউদ্দিন নামে একজন এখনো নিখোঁজ রয়েছে।

এছাড়াও চরকলাতলী মনির বাজার,রামনেওয়াজ মাছঘাটসহ মনপুরার বিভিন্ন জায়গায় ঝড়ের প্রভাবে ঘরবাড়ি বিধস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE