টিপু সুলতান।। ভোলায় যৌথবাহিনীর অভিযানে আগ্নে অস্ত্রসহ ২ জন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার দিনগত রাতে সদর উপজেলাধীন আবওয়া অফিস রোডস্থ মিয়াজী বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট সাব্বির (অপারেশন অফিসার) ভোলা দক্ষিণ জোনের বিসিজি বেইসে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান।
আটককৃত ২জন সন্ত্রাসী হলেন, মো. নাসির উদ্দীন নান্নু চেয়ারম্যান, তার ছেলে মো.আরিফ হোসেন।
ব্রিফিং এ সাব্বির জানান, আটককৃত ২ জন চিহ্নিত সন্ত্রাসী। জেলার প্রায় জায়গা থেকে তাদের বিরুদ্ধে পুলিশ-প্রশাসনের কাছে বেশ কয়েকজন ভুক্তভোগী মৌখিক অভিযোগ করেছেন। যদিও প্রাণশঙ্কায় কোনো ভুক্তভোগীই তাদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপে যায়নি। সবশেষ যৌথ বাহিনীর কাছে একাধিক ভুক্তভোগীরা অভিযোগ করলে নৌবাহিনী, কোষ্টগার্ড এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিনগত রাতে আগ্নে অস্ত্রসহ তাদেরকে আটক করে। আগ্নে অস্ত্র ২, দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে, রামদা ৫ , দা ৪, ,শাবল ১ এবং দুটি মোবাইল।
ভোলা নিউজ / টিপু সুলতান