ডেস্ক রিপোর্ট।।
ভোলার লালমোহনে বাংলাদেশ জামাযাতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাগরিববাদ লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা বাজার মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর লালমোহন ইউনিয়ন আমীর আজিম উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসহাক মাষ্টারের উপস্থাপনায় আলোচনায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন উপজেলা আমীর মাওলানা আব্দুল হক। এসময় আলোচনা করেন ৪নং ওয়ার্ড সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, ৮নং ওয়ার্ড সভাপতি মাওলানা মাকসুদুর রহমান। মাহফিলে বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক কর্মী সহযোগি ও মুসুল্লিগন উপস্থিত ছিলেন। আলোচকগণ রাসুলের জীবন আদর্শের আলোকে একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্যে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
ভোলা নিউজ / টিপু সুলতান