তজুমদ্দিন সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষের সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সৌজন্যে সাক্ষাৎ

 

মোঃ নুরুল আহাদ তসলিম তজুমদ্দিন প্রতিনিধি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তজুমদ্দিন উপজেলার সভাপতি হাফেজ মোঃ আল আমিনের নেতৃত্বে কয়েকজন ইসলামী ছাত্রশিবিরের কর্মী তজুমদ্দিন সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ চন্দ্র দাসের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন। সাক্ষাতের শুরুতেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জনাব হাফেজ মোঃ আল আমিন অধ্যক্ষ প্রতাপ চন্দ্র দাস কে অত্যন্ত বিনয়ের সঙ্গে সালাম প্রদান করেন। তিনি বলেন, স্যার আমরা অনেকদিন ধরেই চিন্তা করছিলাম আপনার সঙ্গে দেখা করব। কিন্তু নানান রকম ব্যস্ততার কারণে আমরা এতদিন আসতে পারিনি। তজুমদ্দিন সরকারি ডিগ্রী কলেজ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজের ইতিহাস এবং ঐতিহ্য অত্যন্ত প্রসিদ্ধ। এই প্রতিষ্ঠান আমাদের তজুমদ্দিন বাসীর অহংকার। গত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্দেশে ছাত্রলীগের ক্যাডাররা এই প্রতিষ্ঠানকে একটি সন্ত্রাসী আস্তানায় পরিণত করেছে। ছাত্র-ছাত্রীদের পড়ার কোন পরিবেশ ছিল না। শিক্ষকদের পাঠদানের সঠিক পরিবেশ ছিল না। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আমরা আর নৈরাজ্য দেখতে চাই না বিশৃঙ্খলা দেখতে চাই না। আমরা চাই এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা পড়াশোনার জন্য একটি শান্তিময় পরিবেশ ফিরে পাক। আমরা চাই শিক্ষকরা নির্বিঘ্নে তাদের পাঠদান কর্মসূচি পালন করবেন। এজন্য সামনের দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তজুমদ্দিন সরকারী ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের সঙ্গে একত্রে কাজ করবে। মতবিনিময় শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে অধ্যক্ষ প্রতাপ চন্দ্র দাস কে একটি ডায়রি উপহার দেওয়া হয়। এ সময় অধ্যক্ষ প্রতাপ চন্দ্র দাস ছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ কামাল উদ্দিন প্রভাষক ইসলামী ইতিহাস। এছাড়াও উপস্থিত ছিলেন তজুমদ্দিন ইসলামী ছাত্রশিবিরের বাইতুলমাল সম্পাদক আব্দুর রহমান শাহিন। এবং উপজেলা অফিস সম্পাদক মোঃ জুবায়ের হোসেন সহ আরো অনেকে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE