ডেস্ক রিপোর্ট।।
ভোলার মনপুরা উপজেলা যুবদলের সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করেছে- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মনপুরা শাখা।
আজ বুধবার যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ও সদস্য সচিব আবদুর রহিমের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।।
যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা বলেন,,মনপুরা উপজেলার সকল ইউনিয়ন ও ইউনিয়নের আওতাধীন ওয়ার্ড শাখা যুবদলের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। একইসাথে সাংগঠনিক শক্তি বেগবান করার লক্ষ্যে পুনঃরায় কমিটিগুলো গঠন করা হবে।
ভোলা নিউজ /টিপু সুলতান