বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১২ টায় বোরহানউদ্দিন উপজেলা সড়ক কুড়ালিয়া হাউজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর সহধর্মিণী মাফরুজা সুলতানা।এসময় বোরহানউদ্দিন উপজেলার ৯ পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন তিনি। তিনি বলেন, বোরহানউদ্দিনের বিগত দিনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। তাদের যে কোন প্রয়োজনে আমি তাদের পাশে থাকবো। এছাড়া তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।পরে, ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের তত্ত্বাবধানে উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা নিহতদের পরিবারের সদস্যসদের হাতে এ অনুদান প্রদান করেন।তিনি বলেন, যে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটল সে অভ্যুত্থান সফল হয়েছে অনেকগুলো তাজা প্রাণের বিনিময়ে। বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়ে অনেকেই নিহত হয়েছেন। আহতের সংখ্যাও অগণিত।এ সময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজী, যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,পৌর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান, বড়মানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল এমরান খোকন পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম খা, পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মূর্ধা, উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ভোলা নিউজ / টিপু সুলতান