ভোলায় সবুজ বাংলা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন ও সচেতন ছাত্রসমাজের যৌথ কর্মসূচি ও গণসচেতনতা মুলক অভিযান।

ডেস্ক রিপোর্ট।। গতকাল ১৪ আগস্ট বুধবার ভোলা সদর দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বটতলা বাজারে সবুজ বাংলা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন ও বাংলাবাজার আঞ্চলিক সচেতন ছাত্রসমাজ যৌথভাবে পরিচ্ছন্নতা কর্মসূচি ও গণসচেতনতা মুলক নির্দেশনা প্রণয়ন করেছে।জাগ্রত মানবতার কল্যাণে সর্বদা নিয়োজিত এই প্রতিপাদ্য নিয়ে বিকেল সারে ৫ টায় বটতলা ক্লিনিকের সামনে থেকে সড়কের পশ্চিম দিকে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে দিকনির্দেশনা ও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানান। বাজারের সকল ব্যাবসায়ীদের ন্যায্য মুল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করার অনুরোধ করেন।এবং দোকানের সামনে ময়লা আবর্জনা দেখামাত্র সেগুলো পরিস্কার করে পরিচ্ছন্ন কর্মসূচি বাস্তবায়ন করেন।এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ময়লার ঝুড়ি উপহার দেন। পরে সেখান থেকে ঘুরে পূর্বদিকে শান্তিরহাট সড়ক প্রদক্ষিণ করে সবুজ বাংলা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন ও সাধারণ শিক্ষার্থীদের বেশ কয়েকজন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।এরমধ্যে বক্তব্য রাখেন সবুজ বাংলা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের কার্যকরী সদস্য কমিটির ২ নং সদস্য আজিম উদ্দিন ছাইফী। তিনি বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মানে বদ্ধপরিকর। তারুণ্যের শক্তি ও শ্রমের মর্যাদা সমুন্নত রাখতে আমরা সবুজ বাংলা স্বেচ্ছাসেবী পরিবার ওয়াদাবদ্ধ।আমরা সচেতন ছাত্রসমাজের সাথে একযোগে সমাজের বাস্তবতা অনুধাবন করে সেবামূলক কার্যক্রমে অংশ নিব।পরিচ্ছন্ন সমাজ গঠন করে ভোলাকে একটি আধুনিক জেলায় রুপান্তরিত করব।ভোলাকে সিঙ্গাপুরে র মতো সাজিয়ে তুলতে আমরা ছাত্রজনতা কাজ করব।অন্যদিকে বক্তব্য রাখেন বাংলাবাজার আঞ্চলিক সচেতন ছাত্রসমাজের অন্যতম কর্ণধার মুহিব্বুল্লাহ মুহিব।তিনি বলেন, প্রত্যেকটি বাজারকে সুন্দর পরিবেশে রূপ দিতে আমরা সচেতন ছাত্রসমাজ পরিশ্রম করে যাচ্ছি। আমরা নির্বিশেষে সবাইকে সামাজিক সুরক্ষার দায়িত্ব পালনে একতাবদ্ধ হয়েছি।আমাদের সামনের দিনগুলো সামাজিক ও কল্যাণমূলক দারিদ্র্যবিমোচন বিবেচনা করে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকব।সুন্দর ভোলা বিনির্মানে ট্রাফিক বিভাগের কর্মসূচি থেকে শুরু করে সবকিছুই সহজলভ্য করে তোলার জন্য কাজ করব। বৃক্ষরোপন কর্মসূচি পালন করব।এছাড়াও আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সচেতন ছাত্রসমাজের মেহেদী হাসান, হাসনাইন খান,সবুজ বাংলা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের মাইনুল হোসেন মোল্লাসহ অনেকেই। উপস্থিত ছিলেন বাংলাবাজার আঞ্চলিক সচেতন ছাত্রসমাজের ফারদিন আহমেদ জিবন,লিজন খান লিখন, ভিএসপি শহিদুল ইসলাম, সবুজ বাংলা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের রিদয় হাওলাদার, রাসেল মাহমুদ, আল আমিন হোসেনসহ শতাধিক সমাজকর্মী শিক্ষার্থীবৃন্দ।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE