চাঁদাবাজ ও দখলদারি রুখতে ভোলায় কোস্টগার্ডের টহল জোরদার।

 

মনজু ইসলাম/ টিপু সুলতান % দেশের আইন-শৃঙ্খলা রক্ষা সহ উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তায় কাজ করেছে বাংলাদেশ কোস্টগার্ড ।চলমান পরিস্থিতিতে যে কোন নাশকতা মোকাবেলায় বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে। তারি ধারাবাহিকতায় ভোলা শহরে বিভিন্ন মন্দিরে নিরাপত্তা নজরদারি জোরদার করার লক্ষ্যে পরিদর্শন করেন বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার বেলা ১১টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন ভোলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয় নিরাপদে রাখতে দ্রুত পরিদর্শনে গিয়েছেন কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার (বিএন)এইচ এম এম হারুন-অর-রশীদের স্বাক্ষরিত এক বার্তায় জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতিতে ভোলার বিভিন্ন পয়েন্ট কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে।

বিশেষ করে ভোলা জেলার ভেদুরিয়া লঞ্চঘাট এবং ইলিশা লঞ্চঘাট, ফেরিঘাটসহ ভোলার সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, ধর্মীয় উপাসনালয়ে সার্বক্ষণিক নিরাপত্তা টহল চলমান রয়েছে। কোস্টগার্ডের এ চলমান কার্যক্রম দেশের সার্বিক পরিস্থিতির স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও ভোলার যেকোন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কোস্টগার্ডের এ বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন।

দেশের এই ক্লান্তিকালে জরুরী প্রয়োজনে বাহিনীর পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম (০১৭৬৯-৪৪৩৯৯৯/০১৭৬৯৪৪৩৩৩৩)

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE