টিপু সুলতান।। ভোলায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।শনিবার (০৪ মে) দুপুর পৌনে ১ টার দিকে ভোলা সদর উপজেলার বাংলা স্কুল মোড় নবারুণ সেন্টার এর অপর পাশের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকাল ১০ টায় দোকান খুলে বেচাকেনা শুরু করেন ব্যবসায়ীরা। পরে দুপুর পৌনে ১ টার দিকে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ০২ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে প্রায় ১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ ফারুক জানান, দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুনের সুত্রপাত ঘটছে তা তদন্তের পর বলাযাবে । এখন তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটছে।।
ভোলা নিউজ / টিপু সুলতান