ভোলায় অতিরিক্ত বিদ্যুৎ বিলে নাভিশ্বাস গ্রাহকের।

 

মোঃ নাজিম উদ্দীন, চরফ্যাশন ভোলা:

ভোলা চরফ্যাশন উপজেলার আবুবকর পুর ইউনিয়নের রৌদ্রের হাট এলাকায় পল্লী বিদ্যুৎ বিলের কাগজের সঙ্গে মিটারের রিডিং এর গড়মিল পাওয়ার অভিযোগ পাওয়া যায়। উক্ত এলাকায় পল্লী বিদ্যুত অফিস কতৃপক্ষ বিদ্যুৎ বিলের কাগজ দেওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের মিটারের রিডিং এর সাথে মিলেয়ে দেখলে দেখা যায় যে, বিলের কাগজের সঙ্গে মিটার রিডিং এর ব্যাপক গরমিল রয়েছে। যার প্রতিটি কাগজে গড়মিল রয়েছে ২’শ থেকে ৫’শ টাকা পর্যন্ত। এতে রোদ্রের হাট বাজারের ভুক্তভোগীরা ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ এল রিডিং নেওয়া ফিল্ড অফিসার কে আটক করে। আটককৃত ফিল্ড অফিসার মোঃ ইউসুফ জানান, আমি সঠিক ভাবে’ই মিটার রিডিং লিখে নিচ্ছি।

এ বিষয়ে চরফ্যাশন পল্লী বিদ্যুত অফিস কর্মকর্তা জিএম মোঃ মিজানুর রহমান জানান, আমরা অফিস থেকে প্রত্যক মিটারের ইউনিট বেশি উঠিয়ে দিচ্ছি। কারণ জানতে চাইলে তিনি জানান, সামনে গরম আসছে তো এজন্য’ই। এলাকার ভুক্তভোগীদের দাবি আমাদের কাছ থেকে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিচ্ছে পল্লী বিদ্যুৎ কম্পানি। আমাদের টাকা ফেরত চাই এবং আমাদের মিটারের রিডিং বেশি লিখে নেওয়া বা এর সাথে জরিত ব্যাক্তিদের কঠিন বিচার চাই। এ বলে এলাকাবাসি বিচার দাবি করেন। আটককৃত মোঃ ইউসুফকে চরফ্যাশন পল্লী বিদ্যুত কর্মকর্তা এজিএম এসে আবুবকর পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজ জমাদারের মাধ্যমে এর সুষ্ঠু বিচার করবে বলে জানিয়ে আটককৃত ফিল্ড অফিসার মোঃ ইউসুফ কে নিয়ে যাওয়া হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE