ইব্রাহিম আকতার আকাশ: সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন থেকে ৩০ পিচ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯.৪৫ মিনিটে ভোলা লক্ষ্মীপুর মহাসড়কের বাপ্তা মুছা কান্দি আবু মিয়া মার্কেটের দক্ষিন পার্শ্বে বন্ধ ইয়ামিন ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ১ রাসেল (২৬) পূর্ব ইলিশার ৯নং ওয়ার্ডের বশির মৃধা ছেলে,২ হাসান (২৩)পৌর আলগীর ৮ নং ওয়ার্ডের রিপন এর জামাতা,৩ রফিক(২৮) পশ্চিম ইলিশার ৭ নং ওয়ার্ডের মৃত বেলায়েত হোসেনের ছেলে। তারা জিনজন পৃথক পৃথক এলাকার। জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) এসআই আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান