বিশেষ প্রতিনিধি।।ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় জলদস্যু মামলার ২৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ১২ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে র্যার ও পুলিশের যৌথ অভিযানে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা সদরের রাজাপুর ইউনিয়ন বেদুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. নয়ন (৩৮) উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানায় বর্তমানে ওসির দায়িত্ব থাকা সেকেন্ড অফিসার এস আই আব্দুল খালেক।তিনি জানান, ২০১১ সালের জলদস্যু জিআর ১৮৮ মামলার ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি নয়নকে ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান এর নির্দেশ ক্রমে ও দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে এ এস আই সাইফুল ইসলাম সংগীয় ফোর্স কনস্টবল মীর শওকত সহ র্যাবের যৌথ অভিযানে ১২ বছর পর বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা সদর বেদুরিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত নয়ন দীর্ঘ ১২ বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। অবশেষে প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
ভোলা নিউজ / টিপু সুলতান