ভোলা নিউজ ডেস্ক ঃ২০২৩ সালের ভোলার সাংবাদিকতার বিভিন্ন ক্যাটাগরিতে সেরা রিপোর্টার বেছে নিয়েছেন ভোলা নিউজ পরিচালনা পর্ষদ। এতে রিপোর্টিংয়ে ভোলা নিউজ সেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন আজকের ভোলার চীপ রিপোর্টার আদিল হোসেন তপু। জেলার উন্নয়ন মূলক রিপোর্টিং ক্যাটাগরিতে ভোলা নিউজ সেরা রিপোর্টার-২০২৩ পুরুষ্কারে মনোনীত হয়ে এ পুরস্কার জিতেছেন জেলার তরুণ সাংবাদিকদের আইকন এ সেরা সংগঠক।রিপোর্টিং ক্যাটাগরিতে বাংলার কণ্ঠের স্টাফ রিপোর্টার আক্তারুল ইসলাম আকাশ সেরা রিপোর্টার হিসেবে মনোনীত হয়েছে। এছাড়াও মানবিক রিপোর্টিং ক্যাটাগরিতে ভোলার বাণী স্টাফ রিপোর্টার ইয়ামিন হাওলাদার মনোনীত হয়ে ভোলা নিউজ স সেরা রিপোর্টার -২০২৩ জিতে নিয়েছেন।এদের প্রত্যেককে সম্মানী ক্রেস্ট, নগদ অর্থ ও বিভিন্ন স্পন্সরের দেয়া উপহার আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভোলা নিউজ পরিচালনা পর্ষদ। প্রাথমিক মনোনয়ন পরবর্তীতে অনলাইন জরিফ ও পাঠকদের মতামতের ভিত্তিতেই স্বল্প পরিসরে ভোটাভুটির মাধ্যমে বিজয়ীদের নাম তুলে ধরেছেন ভোলা নিউজ পরিচালনা পর্ষদ। এ ধারা আগামী বছরগুলো তো অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোলা প্রকাশক ও সম্পাদক এডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম।
ভোলা নিউজ / টিপু সুলতান