ভোলায় চর থেকে কৃষকের ১৮টি গরু চুরি।

 

মনজু ইসলাম।। ভোলায় দুর্গম চর থেকে কৃষকের ১৮টি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাতা ভেদুরিয়ার চর থেকে স্থানীয় খোকন হাওলাদারের – ৮টি, মোঃ কামাল হাওলাদারের -৪টি ,মোঃ কাঞ্চন হাওলাদারের -৩টি ও হারুন হাওলাদারের -৩টি গরু চুরি হয়েছে।৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য,দুলাল হাওলাদার জানান, এই রাইতে আমার ওয়ার্ডের তেতুলিয়া নদীর ওইপারে পাতা ভেদুরিয়ার চর থেকে তিনজন কৃষকের ১৮টি গরু চুরি হয়েছে। কে বা কারা গরুগুলি চুরি করেছে আমরা এখনো সনাক্ত করতে পারিনি। এর আগেও এই চর থেকে আরো গরু চুরি হয়েছে।তিনি আরো জানান, রাতে যারা গরুগুলো দেখাশোনা করেছেন তারা এই পারে নিজ বাড়িতে আসেন। গরুর কাছে কেউ না থাকায় সন্ধ্যা রাইতের গরুগুলি চুরি করে নিয়ে যায়। এতে করে বর্তমানে পরিবারগুলো অসহায় হয়ে পড়েছেন। ধার দেনা করে কৃষি কাজের পাশাপাশি গবাদি পশু গুলো তারা লালন পালন করে বাড়তি ইনকাম করতেন। গরু চুরি হওয়ায় এই পরিবারগুলো এখন প্রায় নিঃস্ব।চরের বাসিন্দা বিবি জুলেখা জানান, আমরা নিরীহ মানুষ ,নদীতে বাড়ি ঘর দুয়ার বিলীন হওয়ার পরে এই পাতা ভেদুরিয়ার চরে আশ্রয় নিয়েছে। ধান কাজের পাশাপাশি গরু ছাগল পালন করি দুইটা টাকা বাড়তি ইনকাম করার জন্য। ফালায় ফালায় এই চার থেক গরু চুরি হয়। গত কয়েক বছর ধরে এভাবেই চুরি হতে থাকে আমাদের গরু ছাগল ও মহিষ। সমিতি থেকে কিস্তি নিয়ে গরু ছাগল কিনি। আমরা অসহায় মানুষ খাইতে লইতে আমাদের অনেক কষ্ট হয়।আজকে রাতে ১৮টি গরু লইয়া গেল চোরে।ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ইনজামুল জানান, গরু চুরি হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। আমরা চরে গিয়েছি।খোঁজখবর নিচ্ছি। চুরি হওয়া গরুর মালিকদের সাথে কথা বলেছি।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE