ভোলায় নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত।

মনজু ইসলাম ।ভোলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) ভোলা সরকারি বলক মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। ২১ টি সেশনরুমে ৫৬ জন প্রশিক্ষক ১০০৯ জন প্রশিক্ষনার্থীদের নতুন কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। গত ১৭ ডিসেম্বর এ প্রশিক্ষণ শুরু হয়ে সমাপ্তির রূপ নেয় ২৩ ডিসেম্বর। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা এবং দুপুরে ১ ঘন্টা বিরতির মধ্য দিয়ে সেশন পরিচালিত হয়। প্রশিক্ষন পরিদর্শন করেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডেসিমিনেশন অফ নিউ কারিকুলাম এর স্কিম পরিচালক প্রফেসর সৈয়দ মাহফুজ আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মনিটরিং ও ইভালুয়েশন) পরিচালক আমির হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, ভোলা সদর উপজেলা শিক্ষা অফিসার ও কোর্স ডাইরেক্টর রকিবুল হাসান, ভোলা সদর উপজেলা একাডেমীক সুপারভাইজার সিরাজুল ইসলাম শাওন।
ভোলা সদরে জীবন ও জীবিকার একটি রুমে প্রশিক্ষক ছিলেন ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহ জামাল এবং ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজর সহকারি শিক্ষক মোঃ মনিরুল ইসলাম। তাদের রুমে নতুন কারিকুলামকে ব্র্যান্ডিং করা লক্ষ্যে প্রশিক্ষণার্থীরা নিজেদের উদ্যোগে ওই রুমের সকলকে ক্রেস্ট প্রদান করেন।নতুন কারিকুলামকে মুখস্ত বিদ্যা পরিহার করে অভিজ্ঞতার উপর গুরুত্ব আরোপ করা হয়। পরীক্ষা ভীতি বর্জন করে মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হয়।ডিপ লার্নিং অর্থাৎ গভীর শিখন এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাঠে মনোনিবেশ করা হচ্ছে। জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে যোগ্যতা অর্জন করা হচ্ছে। শিখনকালীন, ষান্নাসিক ও সামষ্টিক মূল্যায়ন ও আচরনীক মূল্যায়নের সমন্বয়ে বছর শেষে ৭ টি স্কেলে চুরান্ত মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট প্রকাশ করা হবে। সদর উপজেলার মাষ্টার ট্রেনার অসীম আশ্চার্য শান্ত জানান খুব শীঘ্রই অভিভাবকদের মধ্যে কারিকুলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূরীভূত হবে। বোরহানউদ্দিন ও তজুমদ্দিন এর মাস্টার ট্রেনার শাখাওয়াত জানান খুব শিগ্রই শিক্ষার্থীরা নতুন কারিকুলাম আত্মস্থ করতে পারবে। জেলার ছয়টি উপজেলায় প্রশিক্ষণ গুলোর সার্বিক তত্ত্বাবধান করেন জেলা শিক্ষা অফিসার দীপক হালদার, জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, জেলা প্রশিক্ষণ কো অর্ডিনেটর মাইনুদ্দিন।

 

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE