মনজু ইসলাম।ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অটোরিকশা ছিনতাইয়ের জন্য যাত্রী সেজে ছুরিকাঘাতে সফিকুল ইসলাম নামের এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।রবিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।নিহত সফিকুল পূর্ব ইলিশা ৮নং ওয়ার্ডের পণ্ডিত বাড়ীর আবদুল মোতালেব এর ছেলে এবং এক ছেলে ও তিন মেয়ের জনক।প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত আনুমানিক পৌনে ৮টায় ইলিশা ব্যারিস্টার কাচারী দিয়ে পশ্চিম দিকের স্লইজগেট সড়কে অজ্ঞাত দুই ব্যক্তি যাত্রী সেজে রিক্সা দিয়ে গিয়ে ছুরিকাঘাত করে রিক্সা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ডাক চিৎকার ও চেঁচামেচি শুনে মুমূর্ষ অবস্থায় সফিকুলকে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয় ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জামান, পুলিশের পক্ষ থেকে আমরা সরজমিনে গিয়েছি।কে বা কাহার এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা হয়নি। ময়না তদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে রয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান