২৮ অক্টোবর বিএনপি পরাজিত হবে – ভোলায় ড. শান্ত।।

মনজু ইসলাম।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,দেশবরেণ্য অর্থনীতিবিদ ড.আশিকুর রহমান শান্ত বলেন, ২৮ অক্টোবর বিএনপি রাজনৈতিক ভাবে পরাজিত হবে। বিএনপি জামায়াত ২৮ অক্টোবর নিয়ে দেশের মানুষের সাথে পোপাগান্ডার রাজনীতি করছে।জনগণের কাছে না গিয়ে বিএনপি মনে করেছে ক্ষমতা আকাশ থেকে আসবে।শুক্রবার দুপুরে ঢাকা থেকে ভোলাতে এসে শহরের উকিলপাড়াস্থল শান্তনীড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবলীগের কেন্দ্রীয় নেতা এসব কথা বলেন।ড.শান্ত আরো বলেন,আমরা বলতে চাই ক্ষমতা জনগণ থেকে আসবে। বঙ্গবন্ধুর কন্যা দেশের জন্য কাজ করে,দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে।তাই জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর কন্যাকে আগামী নির্বাচনে পঞ্চম বারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করব।তিনি আরো বলেন,ভোলার মাটিতে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করে নৌকার দুর্গ গড়ে তুলে জানুয়ারি মাসে নির্বাচনে ভোলার চারটি আসন নৌকা মার্কার প্রার্থীকে বিজয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব। আত্মীয়লীগ বিতারিত করে ভোলার মাটিতে শেখ হাসিনার ঘাঁটি রূপান্তরিত করব।বিএনপি জামায়াতের রাজনীতি মোকাবেলায় আগামীতে ভোলাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের জন্য কাজ করব। দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা কে আরো গতিশীল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।মনে রাখবেন আওয়ামীলীগ এ দেশের অসহায় অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে।সকালে ঢাকার বনানী থেকে নৌ-পথে ভোলার উদ্দেশ্য রওনা করেন ড.শান্ত। দুপুর ২টায় ইলিশা লঞ্চঘাটে যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে রিসিভ করে ভোলা শহরের উকিল পাড়াস্থল শান্তনীড়ে । সেখানে ভোলা ও দৌলতখান, বোরহানউদ্দিন উপজেলার নেতাকর্মীদের উদ্দেশ্যে সব বক্তব্য দেয় ভোলা ২ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় নেতা ড.আশিকুর রহমান শান্ত।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE