কোরআন বিতরণের মধ্যদিয়ে ভোলায় সবুজ বাংলা ফাউন্ডেশনের যাত্রা শুরু।।

 

কাগজ প্রতিবেদক।। মাদ্রাসা ছাত্র ও বয়স্কদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণের মধ্যদিয়ে ভোলায় সবুজ বাংলা ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছে। মানবতার কল্যাণে যাত্রা শুরু করা সেবামূলক সংগঠন সবুজ বাংলা যুব একতা ফাউন্ডেশন ভোলা শাখার পক্ষ থেকে গতকাল ৫ জুলাই বিকেল ৫.৩০ এ উদ্বোধনী শুভ সূচনা করা হয়।গতকাল এ উপহার বিতরনের অংশ হিসেবে দক্ষিণ বালিয়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার কোমলতি ছাত্র ও বয়স্কদের হাতে পবিএ কোরআন তুলে দেওয়া হয়। আলোচনা ও উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবুজ বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ছাইফী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান শান্ত,সহ সাংগঠনিক সম্পাদক রিদয় হাওলাদার, সদস্য আরিফুর রহমান ও রাজিব হোসেন।প্রবীণদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রধান পরিচালক ও মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসেনসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।উদ্বোধনী এ উপহার সভায় সেবামূলক সংগঠনের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ছাইফী বলেন, একটি সমাজে যুবকদের ভুমিকা থাকে বেশি। তাঁরা ঐক্যবদ্ধভাবে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারে। এতিম ছাত্রদের শিক্ষাব্যাবস্থার প্রচলন করতে পারে। আরো অন্যান্য সামাজিক সেবামূলক কাজ করতে আমাদের যুব সমাজ এগিয়ে আসতে পারে। সেই ধারাবাহিকতায় আমরা বন্ধুদের নিয়ে মানবতার কল্যাণে কাজ করতে চাই।সবার কাছে সর্বোচ্চ সহযোগিতা চাই। তাহলেই একটি সমাজ হেসে উঠবে, একটি দেশেরও মানুষের মধ্যে প্রীতিবন্ধন গড়ে উঠবে। সেই লক্ষ্যেই আমরা সেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চাই। অনুষ্ঠানে মাদ্রাসা প্রধান মাওলানা মোশাররফ হোসেন বলেন, তাদের উদ্যোগটি খুবই কার্যকরী। এমন ক্ষুদ্র সেবামূলক কাজে সবাই এগিয়ে আসলে সমাজ থেকে অনেক কিছুই পরিবর্তন হবে। মানুষের মাঝে সম্প্রতি চলে আসবে।ধর্মীয় কাজে উন্নয়ন হবে।শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভুমিকা থাকবে। সর্বশেষ আগামীতে আরো ভালো কিছু করার প্রত্যাশা রেখে উপহার প্রদান অনুষ্ঠান শেষ হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE