শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,
বগুড়ার শেরপুরে কিশোরী মেয়েদের উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অম্তত ১০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর ৩ জন স্হানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন- আশিক(১৮), সিয়াম(১৭) ও ফেরদৌস আলম(২০)।এই ঘটনায় ১৪ জানুয়ারি (শনিবার) দুপুরে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে শুক্রবার( ১৩ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী দক্ষিণপাড়া ও ফুলতলা দুই গ্রামবাসীর মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, একই ইউনিয়নের চকমুকন্দ গ্রামের ফাঁকা মাঠে বিগত ২০ থেকে ২৫ দিন আগে থেকে প্রতিদিন বিকালে ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলা করে আসছিল ওই দুই গ্রামের কিশোর- যুবকেরা।একপর্যায়ে ফুলতলা গ্রামের সোহান, বেল্লাল, আব্দুল মমিন ও আব্দুল্লাহ নামের চার যুবক সাধুবাড়ী দক্ষিণপাড়া গ্রামের দুই কিশোরী মেয়েকে উত্যক্ত করে।বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের স্বজনরা ওই দুই যুবকদের ডেকে এহেন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হলে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। পরবর্তীতে ওই ঘটনার জেরে শুক্রবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।এ ঘটনায় জুয়েল আকন্দ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাদি জুয়েল আকন্দ অভিযোগ করে বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওইসব বখাটের দল দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জিত হয়ে তাদের ওপর হামলস চালায়। সেই সঙ্গে বেধড়ক পিটিয়ে তাদের পক্ষের ৩ জনকে রক্তাক্ত করেছে। বেল্লাল ও আব্দুল্লাহ কিশোর গ্যাঙ্গের নেতা হওয়ায় তাদের অত্যাচার-নির্যাতনের প্রতিবাদ করার কেউ সাহস পায় না। বলতে গেলে তাদের কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি। তাই আমার মেয়ে ও ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় এই হামলা চালানো হয় অভিযোগ করেন তিনি।এদিকে অভিযুক্ত বেল্লাল ও আব্দুল্লাহর বক্তব্য জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজী হননি। তাই তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।অভিযোগটি তদন্তধীন রয়েছে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রযোজনীয় ব্যবস্হা নেওয়া হবে।
ভোলা নিউজ / টিপু সুলতান