ফুটবলের বিশ্বযুদ্ধ |
অনলাইন ডেস্ক।।ক্যারিয়ারের শেষের দিকে এসে প্রথম বিশ্বকাপ জিতলেন লিওনেল মেসি। এখন মেসিদের প্রশংসায় সারাবিশ্ব।বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নানা অঙ্গণের মানুষ তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। এবার এতে যোগ দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।তিনবারের ফুটবল বিশ্বকাপজয়ী ‘কালো মানিক’ খ্যাত পেলে বললেন, ‘যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা।’ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আজ ফুটবল তার গল্প বলাটা চালিয়ে যাবে, সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে। মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার। তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে।’তবে পেলে কেবল মেসির প্রশংসা করেই ক্ষান্ত হননি। কিলিয়ান এমবাপ্পেরও প্রশংসা করেছেন। পেলে লিখলেন, ‘আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে ৪ গোল করেছো। আমাদের খেলাটায় এমন কিছু অসাধারণ।’অবিশ্বাস্য খেলে বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করা মরক্কোকেও তিনি অভিনন্দন জানান। বলেন, ‘আফ্রিকা জ্বলে উঠতে দেখে দারুণ লাগছে।’
সূত্র : এনডিটিভি