ভোলায় আনন্দ পাঠশালার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।।

টিপু সুলতান।। ভোলায় আনন্দ পাঠশালার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও খেলাধুলার গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়। গত ২৩ নভেম্বর ২০২২ ভোলা সদর উপজেলার প্রাণ কেন্দ্রে অত্যন্ত সুনামের সহিত পরিচালিত নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা বেগমের উপস্থিতিতে উক্ত বিদ্যালয়ের ক্রিড়া টিমের মাঝে ক্রিড়া সামগ্রী করা হয়।। এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান,আনন্দ পাঠশালার উপদেষ্টা মোকাম্মেল হক মিলন ও মনির আহমেদ,আনন্দ পাঠশালার সংগঠক জাবেদ মাহমুদ ফিরোজ এবং উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ চন্দ্র দাস। আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান ও অনুষ্ঠানের প্রধান আলোচক মোকাম্মেল হক মিলন শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন বক্তব্য প্রদান করে ক্রিড়া সামগ্রী বিতরণ সম্পূর্ণ করেন।
উল্লেখ্য আনন্দ পাঠশালা ভোলা শহরের অত্যন্ত জনপ্রিয় একটি যুব ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আনন্দ পাঠশালা সামাজের কল্যানে নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় বেশ অবদান রেখে আসছেন।।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE