তাপমাএা বাড়তে পারে।।

অনলাইন ডেস্ক
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ায় মেঘমুক্ত হচ্ছে প্রায় পুরো দেশের আকাশ। এতে উজ্জ্বল সূর্যকিরণ মেলায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বুধবার (২৬ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, সিত্রাং দুর্বল হয়ে আসামে গেছে। তবে তার একটি প্রভাব উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে রয়েছে।এই অবস্থায় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার। আগামী তিন দিনে এবং রাতের তাপমাত্রা আরও বাড়বে।এদিকে নৌ ও সমুদ্রবন্দর থেকে সব সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হয়েছে। মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোও গভীর সমুদ্রে নামতে কোনো বাধা নেই।

ভোলা নিউজ/টিপু সুলতান

SHARE