সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা ও একমাত্র প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ আর নেই।।

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ মারা গেলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের সবশেষ মিখাইল গর্বাচেভ। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ১৯৮৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। দীর্ঘদিন ধরেই কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গর্বাচেভের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বনেতারাও।এক টুইটবার্তায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিলেন মিখাইল গর্বাচেভ। ৫৪ বছর বয়সে সোভিয়েত কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। সেই সুবাদে ১৯৮৫ সালে ক্ষমতায় যান সাবেক সোভিয়েত ইউনিয়নের। দায়িত্ব পালনকালে বহু রাজনৈতিক সংস্কার করেন। যদিও সোভিয়েতের ভাঙন ঠেকাতে পারেননি।তবে তার হাত ধরেই শান্তিপূর্ণ সমাপ্তি হয় স্নায়ুযুদ্ধের। সূচনা হয় আধুনিক রাশিয়ার। নাগরিকদের সরকারের সমালোচনার অধিকার দিতে চালু করেছিলেন আলোচিত ‘গ্লাসনোট’ নীতি।
ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE