মোরশেদ আলম নোমানঃবাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের এডভোকেট হিসেবে সনদ পেলেন ভোলা নিউজের আইন সম্পাদক ইলিশার কৃতিসন্তান ফাহিম বিন জাহের। ফাহিম ভোলার ঐতিহ্যবাহি গাজিপুর ইউনিয়নের ইসলামি সমাজ সেবক মৌলভী আলহাজ্ব আলী হোসাইন এর দৌহিত্র এবং প্রফেসর এম এ জাহেরে ও শিক্ষক ফাতেমা আক্তার এর ছোট ছেলে মাওলানা মোফাজ্জল হোসেন চেয়ারম্যান বাড়ির কৃতি সন্তান। ফাহিম বরিশাল জেলা স্কুল থেকে এসএসসি, সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইসএসসি এবং ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স ও এশিয়া প্যাসেফিক থেকে ল এন্ড হিউম্যান রাইটস এ এলএলএম ডিগ্রী অর্জন করে ২০১৯ সাল থেকে ঢাকা ও ভোলা আইনজীবী সমিতিতে সফলতার সাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন। ভোলা নিউজের আইন বিষয়ক সম্পাদক ফাহিম এর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ভোলা নিউজ পরিবার ও ইলিশার পেশাজীবী, সামাজিক ও সংস্কৃতিক সংঘঠনের নেতৃবৃন্দ।