বগুড়ায় স্কুলছাত্র শিশির দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন।।

শাহজাহান আলীঃবগুড়া জেলা প্রতিনিধি;

বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুরে একটি কচুক্ষেত থেকে ফাহিম ফয়সাল শিশির (১৭) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
৯ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন সাজাপুর বানারশি গ্রামের একটি কচুক্ষেত থেকে শিশিরের লাশ উদ্ধার করা হয়।নিহত শিশির উপজেলার সাজাপুর ফকির পাড়া গ্রামের শাহাদাত হোসেন সাজুর ছেলে।নিহত শিশির বগুড়ার সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১০ম শেণির অধ্যায়নরত ছাত্র ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম। স্হানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জনৈক এক ব্যক্তি চড়াপাথারে ঘাস কাটতে গিয়ে কচুর জমির ভেতরে লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্হ থেকে শিশিরের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। শিশিরের বুকে ও পিঠে ছুরিকাঘাত চিহ্ন রয়েছে। খেলা ধুলা নিয়ে কিছু ছেলের সাথে শিশিরের দ্বন্দ্ব ছিল। তারাই হয়তো ছুরিকাঘাতে হত্যা করে কচুক্ষেতে ফেলে রেখে গিয়েছে। শিশিরের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে কে বা কারা ফোন করে শিশিরকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি।অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, শাজাহানপুর উপজেলার সাজুপুরে কচুক্ষেতের ড্রেনের মধ্যে থেকে স্কুলছাত্র শিশিরের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, হত্যাকান্ডের মূল কারণ উদঘাটন ও জরিতদের গ্রেফতার অভিযান চলছে।

SHARE