বগুড়ায় ফেন্সীডিল ও গাঁজাসহ গ্রেফতার-২

 

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,

বগুড়ায় যাত্রীবাহী বাস তল্লাশী করে ফেন্সীডিল ও গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ(সোমবার) ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর একটি অভিযানিক টিম সদরের মাটিডালী বিমান মোড়ে যাত্রীবাহী বাস তল্লাশী করে ১৮৫ পিস ফেন্সীডিল ও ১৩,৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন-লালমনিরহাট জেলাধীন কালিগঞ্জ এলাকার মৃত আনসার আলীর ছেলে মোঃ ফজলুল হক(৫২) এবং আসাদুল ইসলামের ছেলে মোঃ হিমেল হোসেন(২৪)।র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মোঃ তৌহিদুল মনিব খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব -১২ জানতে পরে লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি বাসে যাত্রী বেশে দুই ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সীডিল নিজ হেফাজতে রেখে বহন করে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বগুড়া র‍্যাব- ১২ ক্যাম্পের একটি টিম সোমবার ভোররাতে শহরের মাটডালী বিমান মোড় এলাকায় বাস তল্লাশী করে ১৮৫ পিস ফেন্সিডিল, ১৩,৯ কেজি গাঁজা,মাবাইল এবং নগদ টাকা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে।তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফজলুল ও হিমেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

SHARE