ভোলার দৌলতখান উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত।।

 

 

দৌলতখান প্রতিনিধিঃভোলার দৌলতখান উপজেলার যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস 2022 ইং। পরিকল্পিত জনসংখ্যা গঠনে উন্নত বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও এ দিবসটিকে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করে আসছেন,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর। গত 11 জুন 2022 দিবসটি পালন করার কথা থাকলেও ঈদুল আজহার উপলক্ষ্যে রাষ্ট্রীয় ছুটি থাকায়, উপজেলা পর্যায়ে কয়েক ধাপে ভাগ করে এ দিবসটি পালন করা হয়। আজ সকাল 10 টায় ভোলা জেলার দৌলতখান উপজেলা নিবার্হী অফিসারের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনাসভা ও রেলি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভার প্রধান অতিথি দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম খান, বিশেষ অতিথি পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন্নাহার রানু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুর রহমান।। শুরুতেই মাঠকর্মীদের দিকনির্দেশনা ও আমন্ত্রিত অতিথিদের স্বাগতবক্তব্য প্রদান করেন, অত্যন্তদক্ষ ও অতিজনপ্রিয় দৌলতখান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন।। প্রধান বক্তা হিসেবে মাঠ কর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন দৌলতখান উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার অচিন্ত্য কুমার ঘোষ।। পরিশেষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিন মাঠকর্মীদের সুখী পরিবার গঠনে অবদান রাখায় উপজেলা শ্রেষ্ঠত্ব পুরস্কার প্রদান করা হয়।উল্লেখ্য,দৌলতখান উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে বিশ্ব জনসংখ্য দিবসের আয়োজন করা হয়। প্রচণ্ড বৃষ্টিপাত এবং আবহাওয়া প্রতিকূলতার মধ্যেও যথাসময়ে বিশ্ব জনসংখ্যা দিবসের কার্যক্রম শুভ সূচনা হয়।। মাঠকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।।

SHARE