বাবুল চাচা বেচে থাকলে বেশি খুশি হতো– বিপ্লব।।

 

টিপু সুলতানঃ আফসার উদিন বাবুল চাচা বেচে থাকলে আমার সাধারন সম্পাদক হওয়ায় বেশি খুশি হতেন। ভোলা সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে মইনুল হোসেন বিপ্লবকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুলের স্মৃতি চারণ করে এসব কথা বলেন।২৫ জুন ভোলা সদর উপজেলার পক্ষ থেকে মইনুল হোসেন বিপ্লবকে সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক আফসার উদ্দিন বাবুলের পত্নি শাহিন আফসার। এসময় তার সাথে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১১ জুন ভোলা জেলা আওয়ামীলীগের কাউন্সিলে বিনাপ্রতিদন্দিতায় উপস্থিত ডেলিগেট ও কাউন্সিলর সকলের ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হন মইনুল হোসেন বিপ্লব। নির্বাচিত হওয়ার পর থেকে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক সংঘঠনের নেতারা মইনুল হোসেন বিপ্লবকে মেরাথন ফুলেল শুভেচ্ছা দিয়ে যাচ্ছেন।

SHARE