বগুড়ার গাবতলীতে পুলিশের অভিযানে কুখ্যাত দুই চোর গ্রেফতার

 

 

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি।।বগুড়ার গাবতলী উপজেলায় বিভিন্ন চুরির সঙ্গে জড়িত থাকার আপরাধের কুখ্যাত দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ জুন(শনিবার) দিবাগত রাতে বগুড়ার গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলামের দিক নির্দেশনায় থানা পুলিশের একটি টিম উপজেলার নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযান কালে গরু চুরি,মুটার চুরি,রিকশা ভ্যান চুরিসহ বিভিন্ন চুরির সঙ্গে জড়িত থাকার আপরাধের আনিস (৩৪) ও লাদেন(২৩) নামে কুখ্যাত দুই চোরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃর চোরদ্বয় হলেন- গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা গ্রামের মৃত- গুঁতা মিয়া ছেলে আনিস এবং রাসেদুল ইসলামের ছেলে লাদেন।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আনিস ও লাদেন দীর্ঘদিন যাবৎ গাবতলী, সারিয়াকান্দি, ধনুটসহ আশে উপজেলাসমূহে গরু, বিদ্যুৎতের মিটার,রিকশা ভ্যান চুরিসহ বিভিন্ন চুরি ও অপকর্মের সঙ্গে জড়িত। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ।শনিবার রাতে এক অভিযানে তাদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সিরাজুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকায় আনিস ও লাদেনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা পূর্বক আজ দুপুরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

SHARE