এমরান হোসেন।। ইলিশা তদন্ত কেন্দ্রের আইসির একের পর এক সফল অভিযানে গাজা ব্যাবসায়িরা রুট পরিবর্তন করে অন্য রুটে গেছেন। তাতেও রক্ষা নেই। মনপুরার নতুন রুটেও গাজা ধরা পরায় ভোলাতেই গাজা চাষ শুরু করেছেন ব্যাবসায়িরা। এতেও শেষ রক্ষা হয়নি সদর মডেল থানার বেরসিক ওসি এনায়েত হোসেনের কারনে।ভোলা সদরের বাপ্তা ইউনিয়ন থেকে ০২টি গাঁজা গাছ সহ আটক ১ করে গাজা চাষিদের সকল চাষাবাদ অংকুরেই শেষ করে দিলেন ভোলার সদর সার্কেল ফরহাদ হোসেন। ভোলায় যোগদানের পর থেকেই মাদকের বাহকদের কাছ থেকে তথ্য নিয়ে ভোলার মাদক ব্যাসায়ীদের মূল হোতাদের গ্রেফতার করে মাদকের মূলউৎপাটনের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশে দিনরাত কাজ করে যাচ্ছেন সদর সার্কেল এডিশনাল এসপি ফরহাদ হোসেন। তারই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান বলে জানান ওসি এনায়েত হোসেন।ভোলা নিউজের সাংবাদিক মনজু ইসলাম জানান, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনায়েত হোসেন এর তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন বাপ্তা ইউনিয়ন হইতে ০২ কেজি ৪০০ গ্রাম ওজনের ০২ টি গাঁজা গাছসহ ০১ মাদক কারবারিকে আটক করেছে ভোলা টাউন পুলিশ ফাড়ীর পুলিশ।আজ ২০ জুন ভোর ৪.৪৫ ঘটিকার সময় ভোলা সদর টাউন পুলিশ ফাড়ীর এসআই (নিঃ) শ্যামল চন্দ্র সমদ্দার, এটিএসআই নীল রতন, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন বাপ্তা ইউনিয়নের ০৯নং ওয়ার্ড এলাকা হইতে আসামী মোঃ মানিক বেপারী (৫৫), থানাঃ ভোলা সদর, জেলাঃ ভোলাকে তার বাড়ীতে রোপনকৃত ০২ কেজি ৪০০ গ্রাম ওজনের ০২টি গাজা গাছসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।