ভোলায় বন্ধের দিনেও গ্রামের ঘটনা স্থলে লিগ্যাল এইড জজ

 

 

টিপু সুলতানঃ বিরোধপূর্ণ সম্পত্তি সরেজমিনে পরিদর্শন পূর্বক মীমাংসার উদ্যোগ নিলেন বিচারক। তাই বন্ধের দিনেও ভোলা সদর উপজেলার ০২ নং ইলিশা ইউনিয়নের পূর্ব ইলিশা গ্রামের ৪নং ও ৬নং ওয়ার্ডের দুইজন বিচারপ্রর্থীর জমি সংক্রান্ত ভিন্ন ভিন্ন দুটি অভিযোগের ভিত্তিতে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব সাব্বির মোঃ খালিদ আজ সরেজমিনে দুটি বিরোধপূর্ণ সম্পত্তি পরিদর্শন পূর্বক পক্ষগণের মধ্যে আপোষ মীমাংসার উদ্যোগ গ্রহণ করেন। জানা যায় যে, উভয় অভিযোগে পক্ষগণের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একাধিক দেওয়ানী ও ফৌজদারী মামলা বিদ্যমান রয়েছে এবং স্থানীয়ভাবে ইতোপূর্বে একাধিক সালিস-বৈঠক অনুষ্ঠিত হলেও বিরোধ নিষ্পত্তি হয়নি। অবশেষে বিরোধীয় পক্ষগণ জেলা লিগ্যাল এইড কার্যালয়ে অভিযোগ নিয়ে আসলে বিজ্ঞ জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সাব্বির মোঃ খালিদ ১৭ জুন শুক্রবার প্রথমে ৪নং ওয়ার্ডের বিরোধীয় সম্পত্তি ও পরবর্তীতে ৬নং ওয়ার্ডের বিরোধীয় সম্পত্তি পরিদর্শন করে দুটি সফল মীমাংসা বৈঠক সম্পন্ন করেন। উল্লেখ্য, দ্বীপ জেলা ভোলায় প্রথমবারের মত কোন জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিজ্ঞ বিচারক কর্তৃক সরেজমিনে জমি পরিদর্শন পূর্বক অনুষ্ঠিত বিরোধ মধ্যস্থতা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ইলিশা ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার হোসেন ছোটন, সমাজসেবক জনাব মোঃ ফজলুল হক, চেয়ারম্যান জনাব মোঃ রায়সুল আলম, সমাজসেবক জনাব মোঃ জাহাঙ্গীর আলম, এ্যাডভোকেট জনাব মোঃ মনিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

SHARE