ভোলার শ্রেষ্ঠ কৃষক ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা খুলনা ও বরিশাল বিভাগের মধ্যে সফল কৃষক হিসাবে সম্নাননা পদক পেলেন। সে সবুজ বাংলা কৃষি খামারের কর্ণধার এবং সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান।
ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা ভোলা নিউজকে জানান, রোববার সকালে খুলনার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রে এক অনুষ্ঠানে খুলনা ও বরিশাল বিভাগের ৪০ জন শ্রেষ্ঠ ও সফল কৃষককে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে সমন্বিত খামারের শ্রেষ্ঠ খামারী হিসাবে তাকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সফল কৃষকদের এ সম্মাননা দেন। ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগ্রাম (NATP-2 PROJECT) এর আওতায় কৃষি অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেছে। ভোলার সবুজ বাংলা কৃষি খামারের সত্বাধিকারী ও সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা এর আগে ভোলার শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত হয়েছিলেন। কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক সম্প্রতি বিপ্লব মোল্লার খামার পরিদর্শন করেছেন।