ভোলা নিউজ রিপোর্ট।। ভোলার মানুষের আধ্যাতিক অভিবাবক জৈনপুরী মেঝ হযরত আলহাজ্ব মুহাম্মদ সাইয়্যেদাইন আহমেদ সিদ্দিকী সাহেব আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। এখবর বাংলাদেশে আসার সাথে সাথে গভীর শোকে স্তব্দ হয়ে গেল ভোলার প্রতিটি মানুষ। বড় হযরত হাসনাইন আহমেদ সিদ্দিকী’র সাথে প্রতি বছর ভোলা জেলায় বিভিন্ন খানকায় দ্বীনের খেদমত করেছেন সকলের প্রিয় হুজুর। হযরতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলার খানকা পরিচালনা পরষদের প্রধান ও ভোলা জেলার প্রধান খাদেম মোঃ জাহিদুল হক শুভ। তিনি ভোলা নিউজকে পাঠানো এক শোক বার্তায় বলেন, হযরতের মৃত্যুতে ভোলার মানুষ একজন ধর্মীয় ও আধ্যাতিক অভিবাবক হারালো। সেই সাথে আমিও আমার একজন আভিভাবক হারালাম।মহান আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। তিনি ভোলার মানুষের কাছে হুজুর ও তার পরিবারের জন্য দোয়াও চেয়েছেন। এ ছাড়া আগামী ১১জুনের পরে হুজুরের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজনের কথাও জানিয়েছেন ভোলা দরবারের প্রধান খাদেম জাহিদুল হক শুভ।