ভোলায় সাবেক মন্ত্রী নাজিউর রহমানের ১৪ তম মৃত্যুবার্ষিকি পালিত

 

ষ্টাপ রিপোর্টার।। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকার সাবেক মেয়র নাজিউর রহমান মঞ্জুর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল সহ দিনভর কর্মসুচি পালন করেছেন ভোলার মানুষ ও দলটির নেতাকর্মীরা।বুধবার (৬ এপ্রিল) ভোলার উকিল পাড়ার শান্তনীড়ে বিজেপি চেয়ারম্যান সাবেক এমপি প্রয়াত নাজিউর রহমানের ছেলে আন্দালিভ রহমান পার্থ ও ব্যারিস্টার ওয়াসিকুর রহমান অঞ্জন ভোলা জেলা বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারন সম্পাদক মোতাসিম বিল্লাহ, সদর উপজেলা সভাপতি মোঃ আবদুজ জলিলসহ ভোলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও পেশাজীবী সংঘঠনের নেতারা দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নাজিউর রহমান মঞ্জু ১৯৪৯ সালের ১৯ মার্চ জন্মগ্রহণ করেন এবং ২০০৮ সালের ৬ এপ্রিল মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধের সময় ৯নং সেক্টরে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং ভোলাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেন। নাজিউর রহমান ১৯৬৯ সালের গণ-আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। জাতীয় পার্টির মহাসচিবসহ পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তিনি। ঢাকা সিটি কর্পোরেশনর মেয়রসহ দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের দায়িত্বও পালন করা এ নেতা ২০০৮ সালের ৬ এপ্রিল লিভার সমস্যার কারনে মৃত্যুবরণ করেন।

SHARE