এবার ইউক্রেনে সমরাস্ত্র পাঠাচ্ছে নেদারল্যান্ডস

অনলাইন ডেস্ক।।ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। রুশ বাহিনী ধ্বংস করেছে বিভিন্ন বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। হামলা থেকে বাঁচতে ইতিমধ্যে রাজধানী ছেড়ে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড সীমান্তে আশ্রয় নিয়েছে ইউক্রেনের লাখো মানুষ।

এমন পরিস্থিতেতে ইউক্রেনে সামরিক সহায়তা হিসেবে ট্যাংকবিধ্বংসী অস্ত্র ও রকেট পাঠাচ্ছে নেদারল্যান্ডস। দেশটির প্রতিরক্ষমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় নেদারল্যান্ডস সরকার ইউক্রেনকে ৫০টি প্যানজারফাস্ট-৩ ট্যাংকবিধ্বংসী অস্ত্র এবং ৪০০ রকেট পাঠাবে।

উল্লেখ্য, ফ্রান্সের পর রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানিও। দেশটি ১ হাজার ট্যাংকবিধ্বংসী অস্ত্র ও ৫০০টি স্টিংগার সারফেস টু এয়ার মিসাইল সরবরাহ করবে।

SHARE