একটি চিল ও ঘুঘুর শিক্ষণীয় গল্প

ভোলা নিউজ প্রতিবেদন  ।। অনেক অনেক দিন আগের কথা। ভারতবর্ষের এক জঙ্গলে পাশাপাশি দুটি গাছে দুটি পাখি বাস করতো। একটি চিল, ও একটি ঘুঘু। চিলের বাসা ছিল মগডালে। তা নিয়ে তার খুব গর্ব ছিল। এ নিয়ে সে ঘুঘু কে তাচ্ছিল্য করতো, কারণ ঘুঘুর বাসা তুলনামূলক নিচু ডালে। ঘুঘুর খুব মন খারাপ হতো।  সে তার এই দুর্ভাগ্যের জন্য দুঃখ পেতো।একদিন সন্ধ্যায় খুব ঝড় শুরু হলো। ঘুঘু জলদি তার বাসায় ফিরে গেলো। যত রাত বাড়তে লাগলো, ঝড়ের বেগ ততো বাড়তে লাগলো। এত বেগে ঘুঘুর বাসা কোনো রকমে টিকে রইলো। সকাল হলে সে চিলের খবর নিতে গিয়ে দেখে রাতের ঝড়ে চিলের বাসা ভেঙ্গে চুরমার। দেখে তার চিলের জন্য মন খারাপ হলো। তখন সে ভাবলো তার বাসা যদি মগডালে হতো তার পরিণতি ও চিলের মত হতো। তুলনামূলক নিচু ডালে তার বাসা থাকায় আজ সে ঝড়ের কবল থেকে বেঁচে গেলো। সে নিজেকে ভাগ্যবান মনে করলো আর খুশি মনে তার বাসায় ফিরে গেলো।

শিক্ষা:
আমরা নিজেদের জন্য যা ভালো মনে করি, তা আমাদের জন্য অমঙ্গলজনক হতে পারে। আর স্রষ্টা আমাদের জন্য যা ভালো মনে করেন তা আমাদের সাময়িকভাবে ভালো না লাগলেও, সেটা আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে।

SHARE