চরফ্যাশন প্রতিনিধি।।ভোলার চরফ্যাশন উপজেলার ২০নং ওমরপুর(সাবেক আসলাম পুর) ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এলাহী বকসো বাড়ির হতদরিদ্র ইসমাইল ৩/৪ বছর ধরে দুইটি গরু লালন-পালন করে আসছে। গতকাল বুধবার ২২ ডিসেম্বর রাতে তার গোয়াল ঘর থেকে আনুমানিক ৫০/৬০ হাজার টাকা মূল্যের একটি ষার গরু কিছু দুস্কৃতীকারীর দল নিয়ে পাশের বিল এটাকে যবাই করে মাংস নিয়ে যায় আর গরুর ভূড়ীটা রেখে যায়। পরেরদিন সকালে গরুর মালিক গরুটিকে গোয়াল ঘরে না দেখে অনেক খোঁজাখুঁজির পরে এলাকাবাসী ও গরুর মালিক বিলের মাঝে ধান খেতে জবাই করার আলামত তাজা রক্ত ও ভূড়ীটা দেখতে পায়।
এলাকাবাসীর ধারনা নেশাগ্রস্ত কিছু দুস্কৃতীকারীর দল এমন নির্মম কাজ করে থাকতে পারে। আইনশৃংখলার অবনতির সঠিক চিত্র এটি, নির্মমতার জলন্ত উদাহরণ। এমন একজন হতদরিদ্রের প্রতি এমন অত্যাচারের বিচার কে করবে? সেটাই এখন প্রশ্ন।ইসমাইল মিয়া জানেননা মামলা কিভাবে করবে বা কার নামেই বা করবে?। হতদরিদ্র ইসমাইলের শেষ সম্বল গরুটি হারিয়ে দিশেহারা হয়ে পরেছেন তিনি।
ভুক্তভোগী ইসমাইল আশাবাদী প্রশাসনের জোরালো ভূমিকায় দু:স্কৃতিকারীরা আইনের আয়তায় আসবে এবং সে তার ক্ষতিপুরন পাবে।