নিউজ ডেস্ক।। আসন্ন ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বিভিন্ন পদে থেকে দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ভোলায় ১০ আওয়ামী লীগ নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলের সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকা-ের কারণে তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে বলে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম গোলদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। বহিষ্কৃত নেতারা হলেন, পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন, ওই ইউনিয়নের কোষাধ্যক্ষ নুর নবী মাস্টার, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক মিঠু চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ইলিশা ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিয়া মোঃ সিরাজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও ইলিশা ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ছোটন, ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-২ ও ওই ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-৩ ও শিবপুর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাকিব, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. সেলিম, ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও ওই ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোসলে উদ্দিন পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য তাজল ইসলাম হাওলাদার। দল থেকে বহিষ্কারের পূর্বেই গত কয়েকদিন আগে ৬ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বহিস্কারের আগে স্বেচ্ছায় পদত্যাগ করা নেতারা হলেন, পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মিঠু চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ছোটন, ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-২ মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-৩ সিরাজুল ইসলাম রাকিব, ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ মোসলে উদ্দিন পাটোয়ারী। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের যে সকল নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করছেন তাদের আগেই দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে আসতে আমরা চিঠি দিয়েছি। যারা এ সিদ্ধান্ত মানেনি তাদের গঠণতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক দলের সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকা-ের কারণে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।