ভোলায় পুলিশের অভিযান,গাঁজাসহ গ্রেফতার -১

 

মনজু ইসলাম। মাদকবিরোধী অভিযানে ভোলার পুলিশ বিশেষ ভূমিকা পালন করে আসছেন। ভোলায় প্রবেশপথগুলোতে পুলিশের বিশেষ নজরদারি থাকায় একের পর এক পুলিশের খাঁচায় আটকা পড়ছে মাদক ব্যবসায়ীরা। মাদকবিরোধী অভিযানে ৪(চার) কেজি মাদকদ্রব্য গাজা সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার পুলিশ।আজ সোমবার (০৮ নভেম্বর) বেলা দুইটা ইলিশা তদন্ত কেন্দ্রের এসআই মোঃ ফরিদ, এসআই মোঃ সিদ্দিকুর রহমান, এএসআই মাইনুল হাসান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ইলিশা চটার মাথা লঞ্চঘাট থেকে মোঃ হেমায়েত হোসেন (৩৫), গাঁজা সহ আটক করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ী বেলায়েত হোসেন পটুয়াখালী জেলার জৈনকাটি, থানার মোঃ তৈয়ব আলী মুন্সিছেলে। ইশিলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ ফরিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরনগরী এলাকা কালুপুর ইলিশা চটার মাথা লঞ্চঘাটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনা কালে আমরা ১টি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতরে ২ পোটলায় ৪(চার) কেজি গাজা সহ একজন গ্রেফতার করি। তিনি আরো বলেন, কালুপুর ইলিশা চটার মাথা লঞ্চঘাটে ভোলার পুলিশ সুপারের নির্দেশক্রমে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ বন্দরনগরীর এই এলাকাকে বিশেষ নজরদারিতে রেখে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে আরো দুইটি মামলা রয়েছে।

SHARE