ভোলার লঞ্চ ব্যাবসায়িদের হটকারিতায় বিসিএস বঞ্চিত ২০০ পরিক্ষার্থী

 

টিপু সুলতান।। ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি ২০০ বিসিএস পরীক্ষার্থীরা লঞ্চ ষ্টাপদের হটকারিতায়। ভোলা থেকে তাসরিফ ২ লঞ্চে ভোলা থেকে ঢাকা গামী ২০০ বিসিএস পরিক্ষার্থী উঠেন। গতকাল ২৮ অক্টোবর সন্ধায় বিসিএস পরিক্ষার্থীদের নিয়ে লঞ্চটি সন্ধায় ইলিশা ঘাট চের কালিগঞ্জ হয়ে চাঁদপুরের কাছে পৌঁছানোর পর খবর আসে এই একই কোম্পানির তাসরিফ ৪ লঞ্চটি ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন ঘাটে বিকল হয়েছে। আর সেই বিকল হওয়া জাহাজের লোক আনতে গিয়ে প্রায় ৬ ঘন্টার বেশি সময় ব্যায় করে বিসিএস পরিক্ষার্থীদের বহন করা তাসরিফ ২ লঞ্চটি। আর এতেই বিপাকে পরে পরিক্ষার্থীরা। গতরাত ৪ টায় সদরঘাটে পৌছানোর কথা থাকলেও পৌঁছেছে আজ সকাল ১০ টায়। এতে বিসিএস পরিক্ষার্থীদের দেড়ি করে কেন্দ্রে যাওয়ায় ডুকতে দেয়নি পরিক্ষার দায়িত্বরত কর্মকর্তারা। পরিক্ষার্থীদের দাবী লঞ্চ স্টাফদের বারবার পরিক্ষার কথা জানানোর পরেও তাদের এমন হটকারি সিদ্ধান্তের জন্য আমরা চাকুরির সর্বোচ্চ এই পরিক্ষা থেকে বঞ্চিত হলাম। পরিক্ষার্থীরা এর যথাযত ব্যাবস্থা নেয়ারজন্য সরকারের কাছে দাবী জানান।

SHARE