ভোলার মূর্তিমান আতংক ল্যাংটা চোর আটক করেছে পুলিশ

ইয়ামিন হোসেনঃ

ভোলা নিউজ-১০.০৫.১৮

ভোলা সদরের পৌরবাসীর দীর্ঘদিন যাবৎ ল্যাংটা চোরের আতংকে ছিলো। একের পর এক চুরি ও প্রসাশনিক ব্যার্থতায় শহরের মানুষ হতাশ হয়ে নিজেরাই রাত জেগে পাহারা দিতেন চোর আতংকে।
অভিযোগ রহেছে শহরের বিভিন্ন বাড়ীতে উলঙ্গ হয়ে বাসা বাড়ীতে প্রবেশ করতো এই ল্যাংটা চোর  সেখানে অনেক ধর্ষনের ঘটনাও ঘটেছে বলেও দাবী করেছেন কেউ কেউ।

জেলা পুলিশ এর পক্ষ থেকে সমাজসেবক, জনপ্রতিনিধিদের নিয়ে এক বিনিময় হয়েছে,এই অপরাধীদের দমনের বিষয়ে। এর পর থেকে পুলিশ শহর জুড়ে কঠিন নিরাপত্তা বলয় তৈরী করেন।
এরই ধারাবাহিকতায় বুধবার রাতে ভোলা সদর থানার ওসি ছগির মিয়া’র নেতৃত্ব এস আই মাইনুল অভিযান করে শহরের মুসলিম পাড়া থেকে ফরিদ (৩০) নামে এক চোর কে আটক করে, আটকৃত ফরিদ সদরের পশ্চিম ইলিশা ৯নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

SHARE