স্পোর্টস ডেস্ক ঃ ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে রোববার রাতে লিঁওকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি।পিছিয়ে থেকেও অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন নেইমার। সমতাসূচক গোলটি আসে তার পেনাল্টি শট থেকে। এরপর ৮২তম মিনিটে ডি মারিয়াকে তুলে নিয়ে ইকার্দিকে নামান কোচ মরিসও পচেত্তিনো। আস্থার দারুণ প্রতিদান দেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ৯৪তম মিনিটে এমবাপ্পের দারুণ ক্রসে হেডে জাল খুঁজে নেন তিনি। এদিন আরো একটি বদলি এনেছিলেন পচেত্তিনো। যা নিয়ে সমালোচনার ঝড়ে পড়েছেন তিনি। ডি মারিয়ার আগে ৭৫তম মিনিটে দলের মহাতারকা মেসিকে তুলে নেন পচেত্তিনো।তুলে নেওয়ার সিদ্ধান্তে বেশ অবাক হয়েছিলেন মেসিও। হতাশও হয়েছিলেন অনেকটা। কারণ এ ম্যাচে কিছুটা হলেও ছন্দ ফিরে পেয়েছিলেন। ম্যাচের শুরু থেকেই ভালো খেলছিলেন। প্রতিপক্ষের জাল বরাবর শটও নেন। কিন্তু দুর্ভাগ্যবশত গোল পাচ্ছিলেন না। ম্যাচ চলাকালীন ডাগআউটে থাকা কোচকে বুঝিয়ে দিয়েছিলেন মেসি যে, হাঁটু নিয়ে অস্বস্তি কেটে গেছে। খেলতে সমস্যা হচ্ছে না তার। এরপরও তুলে নেওয়া হলো তাকে।উঠে যাওয়ার সময় সেই হতাশাই প্রকাশ পেল মেসির চোখে-মুখে ও অঙ্গভঙ্গিতে। কাঁধ ও ঠোঁট বাঁকালেন। ম্যাচের জয় যখনও নিশ্চিত নয়, কেন তাকে তুলে নেওয়া হচ্ছে সেই প্রশ্নই তুললেন অঙ্গভঙ্গিতে। উঠে যাওয়ার সময় হাতটা তো মেলালেন না কোচ পচেত্তিনোর সঙ্গে। প্রশ্ন উঠেছে মাঠ ছাড়ার সময় মেসির সঙ্গে পিএসজি কোচের কি কথোপকথন হলো? এ নিয়ে চলছে জোর আলোচনা।এবার পচেত্তিনো জানালেন মেসির সঙ্গে কী কথা হয়েছিল তার? তিনি বলেন, ‘এই সিদ্ধান্তগুলো কোচকেই তো নিতে হয়। প্রতিক্রিয়ার কথা যদি জানতে চান তাহলে বলি, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে ঠিক আছে কিনা। সে বলেছিল যে, যে ঠিকঠাক আছে। এমনই কথা চালাচালি হয়েছে আমাদের।’