ভোলা নিউজ ডেস্ক ঃ ঢাকার কেরানীগঞ্জে শুভ্যাঢা ইউনিয়নের কালিগঞ্জ নূরু মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১০০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে ৩০-৪০ কোটি টাকা। রোববার রাত ১২টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নূরু মার্কেটে আয়শা গার্মেন্সে আগুনে সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। রাত ১২ টা হওয়ার কারণে সমস্ত গার্মেন্টস ও পার্স এর দোকনগুলো বন্ধ ছিলো। নূরু মার্কেটের ১,২,৩ গলির প্রায় ১০০ গার্মেন্টসে ও ১০ টিপার্সের দোকান পুড়ে ছাই হয়ে যায়। যার প্রত্যেকটি দোকানে ২০-২৫ লক্ষ টাকার মালামাল ছিল। অনেকের ক্যাশ বাক্সে থাকা নগদ টাকাপয়সাও পুড়ে ছাই হয়ে গেছে।নিপা গার্মেন্টস এরমালিকজানান যে, তার
দোকানেজিন্সপ্যান্টবিক্রি করা হয়। তার দোকানে প্রায় ২২ লক্ষ টাকা মালামাল ছিল যা সবই পুড়ে ছাই হয়ে গেছে। এখন তার ব্যবসা করার মত কোন পুঁজি নেই। তিনি সর্ব নিঃস্ব হয়ে গেছেন। আজিজ সুইমিংএর মালিক মেহেদি হাসান জানান, তার ১টি সেলাই মেসিনের পার্সের দোকান ছিল দোকানে ১০-১২ লক্ষ টাকার মালামাল ছিল যা সবই পুড়ে ছাই হয়ে গেছে। নাইন্সে সুইংএর মালিক আলামিন জানান, তার দোকানে ২০ লক্ষ টাকার পার্স ছিল যা সবই পুড়ে গেছে। নতুনভাবে ব্যবসা করা তারপক্ষে সম্ভব না। কারণ তার আর কোন পুঁজি নেই। মার্কেট এলাকার রাস্তা গুলো সরু হওয়ার কারণে ফায়ার সার্ভিসএর গাড়িগুলো মার্কেটের ভিতর ঢুকতে পারেনি। এই জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগেছে। তবে হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে।