ভোলা দৌলতখানে খামারীদের প্রণোদনার টাকা আত্নসাতের অভিযোগ

 

 

মিলি সিকদার ঃ ভোলা দৌলতখান উপজেলার দক্ষিন জয়নগর ১নং ওয়ার্ডে করোনা কালীন সময়ে খামারীদেরকে লাইফ স্টক এন্ড ডেইরি ডেভলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে প্রনোদনার টাকা দেওয়ার কথা বলে, প্রানী সম্পদ সেবা দানকারী কর্মকর্তা কাইয়ুম ৩০ জন লোকের কাছ থেকে মোবাইল সিম নিয়ে যায় এবং তাদের মাধ্যমে নগদ একাউন্ট খুলে ওই টাকা সে আত্নসাত করেন। তার বিরুদ্ধে লাক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভুক্তভোগিদের।খামারীরা এই প্রণোদনার টাকা না পাওয়ায় তাদের ক্ষোভ জানিয়েছেন।অভিযোগ করে ইমাম হোসেন বলেন, কাইয়ুম আমাদেরকে বলেন খামারীদেরকে প্রণোদনার টাকা দেওয়া হবে তোমাদের মোবাইল সিম ও আইডি কার্ডের ফটোকপি দাও।তার কথা মত আমরা ত্রিশ জনের মোবাইল সিম ও আইডি কার্ডের ফটোকপি তাকে দেই।কাইয়ুম আমাদের কাছ থেকে মোবাইল সিম আইডি কার্ড নিয়ে তিনি আমাদের ধরা ছোয়ার বাহীরে।কোন রকম তাকে খোজ করে তার বাড়ীতে গিয়ে জিঙ্গাসা করলে তিনি বলেন আমাদের সকলের মোবাইল সিম আইডি কার্ড হারিয়েগেছে।
কাইয়ুমের শাশুরী স্থানীয় মহিলা মেম্বার হোসনেয়ারা বেগম আমাদের সকলকে ১ হাজার করে দিবেন বলে আশস্ত করেন।এদিকে সরকার যখন সকলকে প্রণোদনার টাকা ১০ হাজার টাকা করে দিয়েছে আমরা কেন ১ হাজার টাকা নিব। এব্যাপারে জানার জন্য এলাকায় গিয়ে কাইয়ুমকে খুজে পাওয়া যায়নি। দৌলতখান উপজেলার প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ স্বারকি দত্ত জানায় কাইয়ুমের বিরুদ্ধে সুনিদৃষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগি খামারীগন বলেন তদন্ত পুর্বক ব্যবস্থা নিয়ে আমাদের ন্যায্য অধিকার কিভাবে পেতে পারি সে জন্য প্রশাসনের সু’দৃষ্টি কামনা করি।

SHARE