দেখবেন আরেকদিন কান্না কণ্ঠে কথা বলছে

অনলাইন ডেস্ক: ভোলানিউজ.কম,

দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের ডিআইজি মিজানুর রহমানের হাসিমুখে কথা বলার বিষয়ে দুদক চেয়ারম্যান বলেছেন, ‘দেখবেন আরেকদিন কান্না কণ্ঠে কথা বলেছে।’

রবিবার বিকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন দুদক চেয়ারম্যান। এ সময় তার কাছে ডিআইজি মিজানের বিষয়টি নিয়ে জানতে চান সাংবাদিকরা।

গত ২ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ডিআইজি মিজানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। আর কার্যালয় থেকে থেকে বের হয়ে তিনি গণমাধ্যম কর্মীদের কাছে জিজ্ঞাসাবাদে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ট্যাক্স ফাইলের বাইরে তার কোনো সম্পদ নেই।

সাংবাদিকদের এক প্রশ্নে ডিআইজি মিজানের বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আপনারা দেখেছেন একদিন হাসিমুখে কথা বলেছে সেই কিন্তু আরেকদিন দেখবেন কান্না কন্ঠে কথা বলেছে।’

সেদিন সকালে গাড়িতে সাইরেন বাজিয়ে দুদক কার্যালয়ে আসেন, আবার সাইরেন বাজিয়ে কার্যালয় ছেড়ে যান ডিআইজি মিজান।

এ বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন,  ‘দুদক কার্যালয়ে সাইরেন বাজিয়ে যারা আসেন, সেটা পুলিশের ব্যাপার। এখানে আমাদের কিছু করা নেই। দুদক থেকে যারা বাইরে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে হাসিমুখে কথা বললে আমরা কী করতে পারি?’

‘হয়তো তাদের অনেক বড় কলিজা। তবে দুদক কার্যালয়ের বাউন্ডারিতে তাদের কথা বলতে দেয়া হয় না। রাস্তায় যদি তারা কথা বলে আমাদের কিছুই করার নেই।’

এক নারীকে তুলে নিয়ে বিয়ে করা এবং বেসরকারি টেলিভিশনের এক সংবাদ পাঠিকাকে হুমকি দেয়ার ঘটনাতেও নাম এসেছে ডিআইজি মিজানের। তার বিরুদ্ধে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগও পেয়েছে দুদক। আর এ নিয়ে জানতেই তাকে তলব করা হয়।

(আল-আমিন এম তাওহীদ, ৭মে-২০১৮ইং)

SHARE