ভোলায় পশুর হাটে নেই সামাজিক দুরত্ব ও মানছেনা স্বাস্থ্যবিধি

 

 

টিপু সুলতান ঃ করোনাভাইরাস যার রুপান্তিরিত নাম কোভিড ১৯। এই ভাইরাসে পুড়ো বিশ্ব আতংকিত সেখানে বাংলাদেশের মানুষের ভিতরে নেই কোন তৎপরায়ণতা। এর কবল থেকে মুক্তির জন্য বাংলাদেশের প্রধান মন্ত্রী জন-নেএী শেখহাসিনা গত ১,৭.২১ইং থেকে ১৫,৭,২১ ইং পর্যন্ত ১৫ দিনের জন্য লকডাউন দিয়েছে তা মানছেনা অনেকে। বাস্তব চিএ দেখতে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারের কোরবানি গরুর হাটে যেখানে মানা হচ্ছেনা কোন স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব। নেই কোন ক্রেতাদের মুখে মাস্ক। ক্রেতারা আত্নীয়স্বজন ও ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গায়ে গা ঘেষে কেনাকাটা করছে কোরবানি গরু।এসকল লোকদেরকে নেই কোন সচেতনতা। হাটের ইজারাদাররা মানছেনা কোন নিয়মকানুন, এমনটাই আজকে কোরবানি গরুর হাট গুলোতে দেখা গিয়েছে।এ বিষয়ে স্থানীয় জনগন জেলা প্রশাসক ও পুলিশ সুপার দৃষ্টি আকর্ষণ করছেন যেন কোরবানি গরুর হাট গুলোর যেন প্রশাসনে নজর আনায় হয়।।

SHARE