ভোলায় নির্বাচনী সংঘর্ষে নিহত ১,আহত ৩

আমজাদ হোসেন!ভোলার চরফ্যাসন উপজেলার হাজারিগন্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ১ জন মারা গেছে। আহত হয়েছে আরও তিন জন। জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, সকাল ১১ টায় হাজারিগন্জের ৫ নং ওয়ার্ডের পাচ কপাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থী ইউসুফ সিকদার ও ইয়াসিন মাঝির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এ সময় লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে সমর্থকরা কেন্দ্রের বাইরে গিয়ে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মনির নামে এক যুবক মারা যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে পাঠিয়েছে। এ সময় গুরুতর আহত ১ জনকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে।

SHARE