খুলছেনা শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটি বাড়লো আবারো

//মোঃ আশরাফুল আলম //
বর্তমানে করোনার ভয়াল পরিস্হিতিতে শিক্ষার্থীসহ সার্বিক নিরাপত্তার কথা ভেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ( ২৩ মে স্কুল কলেজ ও ২৪ মে বিশ্ববিদ্যালয়) আগামী ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ১৫ মে/২০২১ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, গোটা বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও অতি সম্প্রতি চলমান কোভিড- 19 মহামারিতে সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়। ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় কোভিড- 19 বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে এ সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগামী ২৩ মে স্কুল–কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় না খোলার ব্যাপারে ১৫ মে/২০২১ শনিবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিৎ করে বলেন, যেহেতু চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে, তাই ২৩ মে স্কুল–কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয়ে খোলা সম্ভব হবে না। তিনি আরো বলেন গত ২২ জানুয়ারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে গাইডলাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এ গাইডলাইন অনুসরণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

SHARE